
ঝালকাঠি প্রতিনিধি // ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান হাবিলকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৬ জুলাই) সকালে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার হওয়া হাবিবুর রহমান হাবিল,শহরের বাঁশপট্টি এলাকার মালেক মিয়ার ছেলে।
ঝালকাঠি থানার ওসি মনিরুজ্জামান জানান, তার বিরুদ্ধে ঝালকাঠি থানায় একাধিক মামলা রয়েছে। সকালে তাকে গ্রেফতার করা হয়েছে।
প্রসঙ্গত: জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি আত্মগোপনে ছিলেন।