
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: শরীয়তপুরে বিএনপি নেতার গলায় ফুলের মালা পড়িয়ে দেওয়া নড়িয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সুরুজ উদ্দিন আহম্মেদকে গোপালগঞ্জে বদলি করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) তাকে নড়িয়া থানা থেকে গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ বদলির বিষয়টি নিশ্চিত করেছেন। যানা যায়, শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সহসভাপতি মাসুদুর রহমান রিপন পেদার গলায় ফুলের মালা পড়িয়ে দিয়েছিলেন সুরুজ উদ্দিন আহম্মেদ। এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছিল। পুলিশ কর্মকর্তার এমন কর্মকাণ্ডে জনমনে প্রশ্ন উঠেছিল পুলিশ বাহিনীর নিরপেক্ষতা নিয়ে।
এ ব্যাপারে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ বলেন, পুলিশের সদস্য হয়ে এমন কাজ করার সুযোগ নেই। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখে তাকে গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
প্রসঙ্গত, ২০২৩ সালে শরীয়তপুরে থানায় তুলে নিয়ে নির্যাতন করে আবু জাফর নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ৭২ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে পদ্মা সেতু দক্ষিণ থানার দুই পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। এদের মধ্যে পরিদর্শক (তদন্ত) সুরুজ উদ্দিন আহম্মেদও ছিলেন। পরবর্তীতে তাকে নড়িয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) করা হয়।