
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: জেলা প্রশাসন বরিশাল-এর উদ্যোগে আজ সকালে নগরীতে একটি প্রতীকী মিনি ম্যারাথনের আয়োজন করা হয়। এই প্রতীকি ম্যারাথন শুধুমাত্র শারীরিক কসরত নয়, এটি একটি সামাজিক বার্তা ন্যায়বিচার, মেধার স্বীকৃতি এবং জাতি গঠনের লক্ষ্যে একতার প্রতীক। এই স্লোগানে আয়োজিত ম্যারাথনটি শুরু হয় বরিশাল সদর উপজেলা কার্যালয় থেকে।জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে অন্তবর্তী কালীন সরকার মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে
আজ ১৮ জুলাই শুক্রবার সকাল ৭ টায় উপজেলা পরিষদ বরিশাল সদর প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে জেলা ক্রীড়া অফিস, যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জুলাই “পুর্নজাগরণ” কর্মসূচির অংশ হিসেবে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়। ম্যারাথনে অংশগ্রহণ করেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, যুব সমাজ, ক্রীড়াবিদ, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা।
সকালে জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন এর নেতৃত্বে ফিতা কেটে প্রতীকী ম্যারাথনের শুভ সূচনা করেন জেলা প্রশাসক। পরের সার্কিট হাউজ প্রাঙ্গণে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল লুচিকান্ত হাজং, অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল মোঃ আলাউল হাসানসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দরা উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত এক আলোচনা শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
ম্যারাথন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, সহকারী কমিশনারগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ আয়োজন নগরবাসীর মাঝে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখে।