
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলার মনপুরায় অপারেশন ডেভিল হান্টের আওতায় অভিযান চালিয়ে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ আরও ৩ আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) দিবাগত রাতে মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান কবির’র নের্তৃত্বে আওয়ামীলীগ নেতা-কর্মিদের বাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মনপুরা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আমানত উল্লাহ আলমগীর, উত্তর সাকুচিয় ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ দালাল, ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ এনামুল হক, উত্তর সাকুচিয়া ইউনিয়ন ছাত্রলীগ সহ-সভাপতি মোঃ রুবেল।
পরে গ্রেফতারকৃতদেরকে পুলিশের উপর হামলা মামলায় গ্রেফতার দেখিয়ে ভোলা জেল হাজতে পাঠানো হয়। এব্যাপারে মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আহসান কবির জানান, অপারেশন ডেভিল হান্টের আওতায় আওয়ামীলীগ নেতাদের বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। ডেভিলদের ধরতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
এদিকে গ্রেপ্তারকৃত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আলমগীরের মুক্তির দাবিতে ভোলা জেল হাজতে নেয়ার সময় লঞ্চঘাটে বিক্ষোভ করে আ’লীগ নেতা কর্মিরা। বিক্ষোভের খবর পেয়ে উপজেলার রামনেওয়াজ বাজারে ঝটিকা মিছিল বের করে উপজেলা বিএনপি। এছাড়াও হাজীর হাট বাজারে বিক্ষোভ মিছিল করে উপজেলা ছাত্রদল। মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ নেতা কর্মিদের মিছিলকে দুঃসাহস বলে আক্ষা দেন বিএনপি নেতারা। এবং আওয়ামীলীগ নেতাকর্মিদের হুশিয়ার করে প্রতিহতের ডাক দেন তারা।
এব্যাপারে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ একটি জঙ্গি সংগঠন। তারা এই মিছিল করে যে দুঃসাহস দেখিয়েছে তা জনসাধারনের জান মালের নিরাপত্তার জন্য হুমকি সরূপ। আমরা আওয়ামীলীগের সন্ত্রাসীদের এই দুঃসাহস শক্ত হাতে দমন করবো। সেইসাথে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, তাদেরক দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।