1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১০:২৯ অপরাহ্ন

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা

  • আপডেট সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫

ঝালকাঠি প্রতিনিধি// “অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি” শ্লোগান সামনে রেখে ঝালকাঠি মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ জুলাই) জেলা মৎস্য কর্মকর্তার সম্মেলন কক্ষে জেলা মৎস্য কর্মকর্তা মো. রবিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সহকারী মৎস্য কর্মকর্তা নয়ন চন্দ্র শীল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা, প্রেসক্লাব সভাপতি কাজি খলিলুর রহমান, দৈনিক গাউছিয়া সম্পাদক অলোক সাহা, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি মো: আজমীর হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, সাংবাদিক সংস্থার সভাপতি এমদাদুল হক স্বপন, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, প্রেসক্লাব সহ-সভাপতি মো: আল আমিন তালুকদার, সাংবাদিক দুলাল সাহা, পারভেজ হোসেন প্রমুখ।

জেলা মৎস্য কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, জাতীয় মৎস্য সপ্তাহ পালনের মূল উদ্দেশ্য হলো, দেশি প্রজাতির মাছ সংরক্ষণ ও উৎপাদন, অভয়াশ্রম ও পরিবেশ বান্ধব মাছ চাষে উৎসাহ প্রদান, আধুনিক প্রযুক্তি নির্ভর মৎস্যচাষকে জনপ্রিয় করে তোলা, জনগনকে মাছের পুস্টিগুন ও গুরুত্ব সম্পর্কে সচেতন করা, মৎস্যজীবি ও চাষীদের প্রশিক্ষণ ও স্বীকৃতি প্রদান।

এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছে মৎস্য অধিদপ্তর। কর্মসূচীগুলো হল র‌্যালি, সেমিনার, মাছ অবমুক্তকরণ, প্রচারাভিযান, মৎস্যচাষী সম্মাননা ইত্যাদি পালন করা হয়। সরকারের পাশাপাশি সাধারণ জনগণের সক্রিয় অংশ গ্রহণে মৎস্য খাত টেকসই ও সমৃদ্ধ। তাই বলা হয় জাতীয় মৎস্য সপ্তাহ একটি অনুষ্ঠান নয়, এটি আমাদের খাদ্যনিরাপত্তা ও ভবিষ্যত উন্নয়নের প্রতিশ্রুতি।

জাতীয় মৎস্য সপ্তাহ, ২০২৫ উদযাপনের জন্য জেলায় বাস্তবায়নযোগ্য কর্মসুচী হলো ১ম দিন ২২ জুলাই জেলা প্রশাসন কার্যালয় হতে ব্যানার ফেস্টুন সহযোগে সড়ক র‌্যালি ও উদ্বোধন এবং আলোচনা অনুষ্ঠান, স্থানীয় পর্যায়ে সফল মৎস্য চাষি/প্রতিষ্ঠানকে পুর¯কার প্রদান, নির্ধারিত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ। ২য় দিন ২৩ জুলাই মৎস্য চাষী, জেলে এবং মৎস্যজীবিদের সমন্বয়ে জেলা/উপজেলার মৎস্য সম্পদের স্থায়িত্বশীল এবং সর্বোত্তম ব্যবহার বিষয়ক মতবিনিময় সভা।

 

৩য় দিন ২৪ জুলাই পুকুর /জলাশয়ের পানির ভৌত রাসায়নিক গুনাগুন পরীক্ষা ও নিরাপদ মৎস্য উৎপাদন বিষয়ক ক্যাম্পেইন। ৪র্থ দিন ২৫জুলাই পুকুর জলাশয়ে পানির ভৌত রাসায়নিক গুনাগুন পরীক্ষা ও নিরাপদ মৎস্য উদপাদন বিষয়ক ক্যাম্পেইন। ৫ম দিন ২৬ জুলাই মৎস্যখাতে টেকসই উন্নয়নে তরুনদের ভাবনা শীর্ষক কর্মশালা / মতবিনিময়। ৬ষ্ঠ দিন ২৭ জুলাই জেরে নৌকা-বাইচ ক্রীড়া প্রতিযোগিতা, ৭ম দিন ২৮ জেলা প্রমাসন সম্মেলন কক্ষে জুলাই জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন সমাপনী অনুষ্ঠান।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network