
ববি প্রতিবেদক// ডেঙ্গু আক্রান্তের ঝুঁকি থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে মশা নিধন (ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটানো) কর্মসূচি পালন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। বরিশাল সিটি করপোরেশনের সহযোগিতায় শুক্রবার দুপুরে অনুষ্ঠিত কর্মসূচিতে ববির ছাত্রদল কর্মী রাকিব হাসান রকি, তৌসিফ ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ছাত্রদল নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের একডেমিক ভবন, প্রশাসনিক ভবন, বিজয় ২৪ হল, শেরে বাংলা হল, কেন্দ্রীয় খেলার মাঠের রাস্তা সংলগ্ন ঝোপঝাড়সহ ক্যাফেটেরিয়া, শিক্ষক-কর্মচারী ডরমিটরি, কেন্দ্রীয় মসজিদসহ ক্যাম্পাস এলাকায় মশা নিধন করে।
ছাত্রদল কর্মী রকি ইসলাম বলেন, মশার উপদ্রবে সন্ধ্যায় ক্যাম্পাস চত্বরে কেউ দাঁড়াতে কিংবা বসতে পারেনা। মশার উপদ্রবে শিক্ষার্থীরা লাইব্রেরিতে নির্বিঘ্নে পড়াশুনা করতে পারে না। তাই শিক্ষার্থীদের ডেঙ্গু থেকে নিরাপদ রাখতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিজয় ২৪ হলের আবাসিক শিক্ষার্থী রাহী ইসলাম সুমন বলেন, মশার উপদ্রবের কারণে ক্যাম্পাসের কোথাও শান্তি নেই।