
নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পর্শে মো. রায়হানুল ইসলাম ওরফে রানা নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার কুসুম্বি ইউনিয়নের নগরআরা এলাকার নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
রায়হানুল ইসলাম একই গ্রামের মৃত শাহ্ আনোয়ার হোসেনের ছেলে। সর্বশেষ জয়পুরহাটের কালাই থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন তিনি। শনিবার ঢাকার নৌপুলিশে যোগদানের কথা ছিল তার।
পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে নিজ বাড়িতে বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে কাজ করছিলেন রানা। এ সময় হঠাৎ বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রানার বোন মোছাম্মৎ সাম্মী আক্তার বলেন, নতুন কর্মস্থলে যোগদানের জন্য আজকে ঢাকা যাওয়ার কথা ছিল ভাইয়ের। ভাই আমাদের ছেড়ে চলে যাবে ভাবতে পারছি না।