
লালমোহন (ভোলা) প্রতিনিধি: সাংবাদিকতায় ডিএমএফ অ্যাওয়ার্ড পেলেন ভোলার লালমোহন উপজেলার কৃতি সন্তান খান শান্ত। পরিবহন খাতে চাঁদাবাজি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করে ‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৫’ অর্জন করেন তিনি।
সাংবাদিক খান শান্ত দৈনিক ভোরের পাতার অপরাধ ও অনুসন্ধান বিভাগের সিনিয়র প্রতিবেদক হিসেবে কর্মরত।
এ ছাড়া তিনি লালমোহন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কামাল উদ্দিন আহাম্মেদের বড় ছেলে। তিনি লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক শেষ করে ধলীগৌরনগর ডিগ্রি কলেজ থেকে উচ্চমাধ্যমিক ও গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন। খান শান্ত বর্তমানে রাজধানীতে সাংবাদিকতা পেশায়
নিয়োজিত। তার বাবা লালমোহন সরকারি হাসপাতালে কর্মরত। সাংবাদিকতায় ক্যারিয়ার গড়াই তার জীবনের অন্যতম লক্ষ্য।
অপরদিকে, দীর্ঘদিন ধরে খান শান্ত দেশের মূলধারার গণমাধ্যম যমুনা টেলিভিশন ও আনন্দ টেলিভিশনে অপরাধ, সেবা, এবং সিটি করপোরেশন বিটে প্রতিবেদক ও চিত্র সাংবাদিক হিসেবে কাজ করছেন। পরিবহন খাতে চাঁদাবাজি নিয়ে তার তৈরি প্রতিবেদনটি ব্যাপক সাড়া ফেলেছে। ওই সংবাদটি ব্যাপক প্রশংসাও কুড়ায়।
গত শনিবার (২৫ অক্টোবর) রাতে রাজধানীর গুলশানের একটি অভিজাত হোটেলে এক ঝমকালো অনুষ্ঠানে তাকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, “বর্তমান সময়ে অধিকাংশ পাঠক ও দর্শক ডিজিটাল মাধ্যমে সংবাদ গ্রহণ করছেন। এই পরিবর্তনশীল সময়ে যারা দ্রুত ও নির্ভরযোগ্য তথ্য
জনগণের কাছে পৌঁছে দিচ্ছেন, তাদের এই পুরস্কারের মাধ্যমে আমরা স্বীকৃতি দিচ্ছি।”
সাংবাদিক খান শান্ত বলেন, এই সম্মাননা আমার কাজের প্রতি আরো দায়িত্বশীল করে তুলবে। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে আমি ভবিষ্যতেও বস্তুনিষ্ঠতা বজায় রেখে নিরলসভাবে কাজ করবো।