
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।। রাজনৈতিক প্রতিহিংসার কারণে আওয়ামী লীগ সরকারের সময়ে ভোলার চরফ্যাশনের সামরাজ মৎস্য ঘাট সমবায় সমিতির সভাপতি তারেক আজিজকে সামরাজ মৎস্য ঘাট থেকে বিতাড়িত করা হয়েছিল। এবং তার কাছ থেকে আদায় করা হয়েছিল জোরপূর্বক চাঁদা। বর্তমানে ছাত্রলীগ নেতা তোফায়েল তার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার ও হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার সামরাজ মৎস্য সমবায় সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে সভাপতি তারেক আজিজ এসব অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বিএনপি সমর্থক হওয়ায় আওয়ামী লীগ ক্ষমতার সময়ে মাদ্রাজ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তোফায়েল তার সামরাজ মৎস্য আড়ত ভেঙে তাকে ঘাট থেকে বিতাড়িত করেছেন। এছাড়া তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছে, তার ৪টি মৎস্য ট্রলারে থাকা মাছ এবং আড়তে হামলা করে ৬ লাখ টাকা মূল্যের মাছ কেরানি ফারুকের কাছ থেকে নিয়ে গেছে।
তিনি আরও বলেন, ২০১৮ সালের ৩০ মার্চ তোফায়েলের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমার ওপর হামলা চালায়, মারধর করে গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় এবং পরে নিরাপদ আশ্রয়ও দিতে পারেনি। ২০২৪ সনের ২৮ অক্টোবর বিএনপির সমাবেশে অংশ নেওয়ায় কেরামতগঞ্জ বাজারে আমার ও দলীয় নেতাকর্মীদেরকে মারধর করা হয়েছে।
তারেক আজিজ বলেন, আওয়ামী লীগ সরকার পতন হলে তোফায়েল বিদেশে চলে যান। বর্তমানে তিনি সেখানে বসে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও হুমকি দিচ্ছেন। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আমার কাছ থেকে নেয়া ২৮ লাখ ৭৬ হাজার টাকা ফেরত চাই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সামরাজ মৎস্য ঘাটের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বশার ও কামাল প্রমুখ।
তোফায়েলের মোবাইল ফোন বন্ধ পাওয়ায় অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানাযায়নি।তবে তার বাবা আব্দুর রশিদ জানান, বিষয়টি সমাধান করা হবে।