
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বরগুনায় কোন ভাবেই কমছেনা, ক্ষনে ক্ষনে এর থাবায় বেড়েই চলছে মৃত্যুর মিছিল।
এবার ডেঙ্গু আক্রান্ত হয়ে বাবুল চন্দ্র রায়(৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩জনে।
সোমবার (২৭অক্টোবর) রাতে ৮টার দিকে বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত: বাবুল চন্দ্র রায় (৩৩) বরগুনা পৌরসভার নয়াকাটা এলাকার বাসিন্দা।
বরগুনা জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, ৩-৪ দিন আগে জ্বরে আক্রান্ত হয়ে বাবুল চন্দ্র রায় হাসপাতালে ভর্তি হন, তার শরীলের অবস্থার অবনতি হলে, চিকিৎসকরা তাকে বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে তার স্বজনদের আর্থিক সমস্যার কারণে তাকে বরিশাল নিতে পারেননি।
হাসপাতালে মেডিকেল অফিসার তাজকিয়া সিদ্দিকাহ বলেন, বাবুলচন্দ্র রায়ের শারীরিক অবস্থার অবনতি হলে, বরিশালে নেয়ার কথা বলি কিন্তু তার স্বজনরা বরিশাল নিতে না পারায় রাতেই তিনি মারা যান।
বরগুনা জেনারেল হাসপাতালের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় বরগুনা সদর সহ উপজেলা হাসপাতাল গুলোতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ৩৭ জন।
এর ভীতরে বেতাগী ১জন,বামনায় ১জন,পাথরঘাটায় ১০জন, তালতলীতে ৩জন,সদরে ২২জন।বর্তমানে জেলা সহ বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ১০৯জন। এর ভীতরে আমতলীতে ৪জন, বেতাগী ২জন,বামনায় ১১জন,পাথরঘাটায় ১৫জন,তালতলীতে ১২জন,সদরে ৬৫জন।এ বছর জেলায় এখন পর্যন্ত ৮ হাজার ৭৪৮জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ৬৩৯ জন। বরগুনা ও উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ১৫জন আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। এ ছাড়াও বরগুনার বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে মারা গেছেন আরও ৪৮ জন। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩জনে।
বরগুনা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে আক্রান্তের সংখ্যা শূন্যের কোঠায় নেমে আসলেও পুরোপুরি নির্মূল হতে পরিষ্কার-পরিচ্ছন্নতা সহ আমাদের সচেতনতা জরুরি।