
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।। ভোলার চরফ্যাশনে এক প্রবাসীর বসতঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র নগদ অর্থ, স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (৩১ অক্টোবর) রাতে উপজেলার চরমানিকা ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ডের জিরো পয়েন্টের উত্তরে প্রবাসী মো. লিটন পণ্ডিতের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।
শনিবার (১ নভেম্বর) বেলা ১২ টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রবাসী লিটনের ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। আলমিরা ভাঙা এবং টয়লেটের টিনের বেড়া ভাঙা এবং বিদ্যুৎতের মেইন সুইস ভাঙা রয়েছে।
প্রবাসী লিটনের স্ত্রী শারমিন বেগম জানান, বৃহস্পতিবার তিনি চরফ্যাশন সদরের মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। শনিবার সকালে ছোট মেয়েকে নিয়ে বোনের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরে এসে ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখেন। এবং পাকঘরেের পাশে টয়লেটের বেড়া টিনের বেড়া ভেঙে চোরেরা ঘরে প্রবেশ করেছে। এরপর আমার ঘরের আলমিরা ভেঙে তারা ২ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৩ লাখ টাকা নিয়ে গেছে। এবং ঘরের একটি আইপিএস, একটি ব্যাটারি, ওয়াটারড্রপ এবং গুরুত্বপূর্ণ কাগজপত্রও নিয়ে গেছে চোর চক্ররা। তিনি বিষয়টি ৯৯৯-এ জানালে দক্ষিণ আইচা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রবাসী লিটন পণ্ডিত মোবাইল ফোনে বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পরপরই স্থানীয় জামাল, আজিজ ও নোমানসহ কয়েকজন তাকে মারধর করেছে এবং হত্যার হুমকি দিয়েছে। নিজের নিরাপত্তার জন্য তিনি প্রবাসে চলে যান। প্রবাসে থাকাকালীন তারা তার বাড়ির পুকুরের মাছ, গাছ ও নারিকেল নিয়েছে। এখন আবার তার বাড়িতে চুরি হয়েছে। তিনি নিশ্চিতভাবে বলেন, এই ঘটনাও তাদেরই কাজ। তিনি এর সুষ্ঠু বিচার চান।
এই বিষয়ে অভিযুক্ত জামাল, আজিজ ও নোমানকে চুরির বিষয়ে জিজ্ঞেস করলে তারা বিষয়টি অস্বীকার করেছেন।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভুঁইয়া জানান, চুরির খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।