
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি-২ আসনে ধানের শীষ প্রতীকের ব্যাপক প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন সংসদ সদস্য প্রার্থী ছাত্রদলের সোনালী ফসল ব্যারিস্টার গোলাম জাকারিয়া । সাবেক ছাত্রদল নেতা জাকারিয়া ঝালকাঠি শহরসহ পাড়া মহল্লায়, গ্রামগঞ্জে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ৩১ দফার বার্তা জনগণের দুয়ারে পৌঁছে দেয়ার লক্ষ্যে এলাকায় এলাকায় উঠান বৈঠক, সভা সমাবেশ ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। জনসংযোগকালে তিনি বলেন, ধানের শীষ প্রতীক দল থেকে যিনি বরাদ্দ পাবেন তার পক্ষে আমরা সবাই মিলে কাজ করবো। আমাদের মূল লক্ষ্য ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করে দলকে ক্ষমতায় অধিষ্ঠিত করা।
ব্যারিস্টার গোলাম জাকারিয়া বিলেত থেকে বার এট ল ডিগ্রি অর্জন করে দেশে ফিরে দেশসেবায় নিয়োজিত হয়েছেন। অত্যন্ত বিচক্ষণ, মেধাবী ও দক্ষ রাজনৈতিক ব্যক্তি গোলাম জাকারিয়া ইতিমধ্যে জনগনের মন জয় করেছেন। তিনি ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের দোগলচিরা গ্রামের ঐতিহ্যবাহী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
তাঁর বাবা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোঃ জলিল উদ্দিন হাওলাদার স্বনামধন্য একজন আইনজীবী ও মাতা শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। ব্যারিস্টার জাকারিয়া ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজের ২০২৫ সালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।
রজানকাঠি কারিগরি ও কৃষি কলেজের অধ্যক্ষ পীযূষ কান্তি মন্ডল বলেন, ব্যারিস্টার জাকারিয়া সাহেব একজন বিচক্ষণ, দক্ষ ও অভিজ্ঞ লোক। তিনি এলাকার উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। নবগ্রাম ইউনিয়নের দোগলচিরা গ্রামের বাসিন্দা আল আমীন বলেন, ব্যারিস্টার জাকারিয়া অত্যন্ত দক্ষ ও সৎ লোক। তাঁর মধ্যে বলিষ্ঠ নেতৃত্বের গুণাবলী বিদ্যমান রয়েছে। তিনি সৎ ও সাদা মনের মানুষ।