লকডাউন বাস্তবায়নে বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১১ জনকে জরিমানা
Barisal Crime Trace -HR
প্রকাশিত এপ্রিল ১০ শনিবার, ২০২১, ০৫:৩৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক :: বরিশালে করোনা সংক্রামণ প্রতিরোধ এবং স্বাস্থ্য বিধি রক্ষায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।
আজ শনিবার সকাল ১১টা থেকে নগরীর আমতলা, মেডিকেল কলেজ, বান্দ রোড, সদর রোড, চৌমাথাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমানা আফরোজ ও জাভেদ হোসেন চৌধুরী।
এ সময় স্বাস্থ্য বিধি উপেক্ষা করায় রোমানা আফরোজ ৪ জনকে ১ হাজার ৫০০ এবং জাভেদ চৌধুরী ৭ জনকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।
এদিকে নগরীতে আরও অনেক দোকানপাট খোলা হয়েছে। বাজারে যথারীতি মানুষের ভিড় দেখা গেছে। দূরপাল্লার লঞ্চ ও বাস বন্ধ থাকলেও নগরীর অভ্যন্তরে থ্রি হুইলার, রিকশা ও ব্যক্তিগত যানবাহন চলাচল করছে। তবে কোথাও স্বাস্থ্য বিধির বালাই নেই।
যদিও এসব তদারকি করার কথা জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমানা আফরোজ এবং জাভেদ হোসেন চৌধুরী।