
লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় রাতের আঁধারে এতিমখানায় ঘুরে ঘুরে দুম্বার মাংস পৌঁছে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক। বুধবার রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবস্থিত এতিমখানাগুলোতে পৃথকভাবে সৌদি আরব সরকারের উপহারের ২৫ কার্টুন দুম্বার মাংস পৌঁছে দেন তারা। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ বলেন, সৌদি আরব সরকারের উপহারের দুম্বার মাংসের পুরোপুরি অধিকার রয়েছে অসহায়, দুস্থ ও এতিমদের। এই উপজেলায় আসা উপহারের ২৫ কার্টুন দুম্বার মাংস এতিমখানা ও দুস্থদের মাঝে যেন সঠিকভাবে পৌঁছায়, সে লক্ষ্যে আমি এবং এসিল্যান্ড স্বশরীরে গিয়ে মাংসগুলো বণ্টন করেছি। আমরা মাংসগুলো পেতে পেতে রাত হয়ে যায়। যার জন্য রাতেই আমরা এসব মাংস বিতরণ করেছি।