
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে তিন দফা দাবি বাস্তবায়নের সমাবেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে কলাপাড়া প্রাথমিক শিক্ষক পরিবার এর উদ্যোগে কলাপাড়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষক শাহাবুদ্দিন তালুকদার, সোহরাব হোসেন হিরন, শাহিনুর বেগম, শাহ সুজা উদ্দিন, মোঃ আলী আহমেদ, মোঃ আবুল হোসেন, মাকসুদা পারভীন, সানজিদা, মোঃ সোহাগ, আসাদুজ্জামান লিপন, সোহেল মিয়া ও ইমাম হোসেন মনির প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষক সমাজের ন্যায্য দাবির প্রতি এমন আচরণ দুঃখজনক ও অগ্রহণযোগ্য। তারা অবিলম্বে হামলাকারীদের বিচার ও শিক্ষকদের দাবি বাস্তবায়নের জোর দাবি জানান।