
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নে বিভিন্ন দলের ৪০ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। রোববার (৯ নভেম্বর) রাতে ইউনিয়নের হোসেনাবাদ গ্রামে এক যোগদান অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন মানিক ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তালুকদার। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবর রহমান, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ নাসির উদ্দিন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক কারি মোহাম্মদ ইব্রাহীম, ইউনিয়ন ওলামা দলের সহ-সভাপতি মোজাম্মেল হাওলাদার, সাবেক ইউপি সদস্য আব্দুল খালেদ ফকির, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি রনি গাজী, সাধারণ সম্পাদক মনির হাওলাদার, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কালাম মেম্বার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাদল, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আহাদুল ইসলাম আলিফসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য আবদুল কুদ্দুস খান। যোগদানকারীদের মধ্যে রয়েছেন-নূর মোহাম্মদ সিকদার, আলমগীর মুন্সী, নূর মোহাম্মদ গাজী, হারুন অর রশিদ, মিরাজ মোল্লা, আলম তালুকদার, লতিফ তালুকদার, স্বপন তালুকদার, জাফর গাজী, আফজাল হাওলাদার, শহীদ হাওলাদার, রশিদ গাজী, রুহুল আমিন গাজী, আলী গাজী, করিম গাজী, বেল্লাল হোসেন, জলিল শিকদার, আজিজ হাওলাদার, হানিফ হাওলাদার, কুদ্দুস গাজী, রহমান হাওলাদার, আফজাল আকন, আলামিন হাওলাদার, সালাম সিকদার, খান্জে আলী হাওলাদার, কুদ্দুস তালুকদার, নয়া মিয়া ফকির, আবু কালাম ফকির, শানু মৃধা, মহাসিন খলিফা, জাফর মুন্সি, রুস্তম বয়াতি, জালাল হাওলাদার, সানাউল্লাহ হাওলাদার, সুবাহান তালুকদার, বসার খান, বাবুল গাজী, বসার গাজী, মালেক গাজী ও নূর হোসেন মাস্টার।
নতুন যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন উপস্থিত নেতৃবৃন্দ। তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির নেতৃত্বেই জনগণের অধিকার পুনরুদ্ধার সম্ভব। যোগদানকারী নেতাকর্মীরাও আগামী দিনে বিএনপির রাজনীতি আরও শক্তিশালী করতে অঙ্গীকার ব্যক্ত করেন।