
নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকার রমনা থানার সামনে একটি পুলিশ গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বুধবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে এটি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড ছিল না, গাড়ির ব্যাটারি সংযোগের কারণে আগুন লাগার ঘটনা বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক গণমাধ্যমকে বলেন, ‘গাড়ির মিস্ত্রির কাজ করার সময় হঠাৎ করে ব্যাটারি সংযোগ এক হয়ে আগুন লেগে যায়। তবে দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং এতে কোনো হতাহত হয়নি।’
পুলিশের ধারণা, মিস্ত্রির অস্বচ্ছন্দে কাজের ফলে এই অগ্নিকাণ্ড ঘটে। ঘটনার পরপরই গাড়ির আশপাশের নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং আগুন নিয়ন্ত্রণে আনার পর থানার কর্মকাণ্ড স্বাভাবিক হয়ে আসে। এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সতর্কতা ও ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।