
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরায় একটি হায়েস মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটে। বুধবার (১২ নভেম্বর) সকাল ৭টা ২০ মিনিটের দিকে উত্তরার জসীম উদ্দিন রোডে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, সকাল বেলায় মাইক্রোবাসটির ইঞ্জিনে ওভার হিটিংয়ের কারণে আগুনের সূত্রপাত হয়। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও ঘটনাটি এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছিল তবে সৌভাগ্যবশত, এতে কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক গণমাধ্যমকে বলেন, ‘ঘটনাটি জানার পর আমাদের ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’
মাইক্রোবাসটির ইঞ্জিনের তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়ায় আগুন লাগার প্রাথমিক ধারণা করা হচ্ছে। সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে।