
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি। পটুয়াখালীর গলাচিপায় দু’সপ্তাহে একাধিক শালিসী পরিবারটি দিশেহারা। ঘটনাটি ঘটেছে উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গাজী বাড়িতে।
ঘটনাসূত্রে ও রেজাউল গাজী জানান, গত ১১ নভেম্বর গলাচিপা থানায় জলিল গাজীর ছেলে নাজমুল হাসান গাজী রেজাউল গাজী গংয়ের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন। জানা যায়, এর এক সপ্তাহ আগে মোসাঃ রাশিদা বেগম গলাচিপা থানায় একই বিষয় নিয়ে তিনিও একটি লিখিত অভিযোগ করেন। পরিবারটি
একাধিক অভিযোগ পেয়ে দিশেহারা হয়ে পড়েন।
এবিষয়ে রেজাউল গাজী এর ̄স্ত্রী বেগম বলেন, আমার ̄ স্বামী একজন দিনমজুর এরকম প্রতিদিন যদি অভিযোগ হয় তাহলে আমার পরিবারটি না খেয়ে মারা যাবে। আমি বাঁচতে চাই আমাকে আপনারা বাঁচান, আমি কি করবো ভেবেই পাচ্ছি না।
রেজাউল গাজী বলেন, এ অভিযোগের আগে গলাচিপা থানায় এস.আই. হাকিম স্যারের কাছে একটি অভিযোগ করেছেন। তার শালিসী চলমান। পরবর্তীতে ১১ নভেম্বর একটি অভিযোগ করেছেন এস.আই. সুমন স্যারের কাছে। তারও শালিসী চলমান। আমি যে কি করব ভেবেই পাচ্ছি না বলে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।
এবিষয়ে ডাকুয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য তপন দে বলেন- আসলেই রেজাউল গাজী অসহায় ও গরীব মানুষ। থানার মাধ্যমে শালিসী হলে রেজাউল গাজী বেঁচে যাবেন। না হলে সঠিক বিচার রেজাউল
গাজী পাবে না।