1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আগৈলঝাড়া পুলিশকে তরুণীর বার্তা ‌‌: খুঁইজেন না, বয়ফ্রেন্ডের সঙ্গে আছি, ভালো আছি - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন

আগৈলঝাড়া পুলিশকে তরুণীর বার্তা ‌‌: খুঁইজেন না, বয়ফ্রেন্ডের সঙ্গে আছি, ভালো আছি

  • আপডেট সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বরিশালের আগৈলঝাড়ায় কলেজে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হওয়া পুজা দাস (২১) নামে এক তরুণীর সন্ধান মিলছে না ছয় দিন ধরে।

 

 

ভুক্তভোগী পরিবার থানায় সাধারণ ডায়েরিও করেছেন। পরিবারের দাবি, তার নিখোঁজ হওয়ার মধ্যে রহস্য রয়েছে। তবে তদন্ত কর্মকর্তার কাছে পাঠানো এক হোয়াটসঅ্যাপ বার্তাকে সম্ভাব্য ‘ক্লু’ হিসেবে বিবেচনা করছে পুলিশ।

 

 

নিখোঁজ পুজা দাস উপজেলার গৈলা ইউনিয়নের মধ্য শিহিপাশা এলাকার নারায়ণ চন্দ্র দাসের মেয়ে। বরিশাল সরকারি মহিলা কলেজের সম্মান শ্রেণির ছাত্রী তিনি।

 

 

কলেজছাত্রী নিখোঁজের ঘটনার নেপথ্যে ভিন্ন কারণ বলছে পুলিশ। তাদের দাবি—প্রেমিকের হাত ধরে নিখোঁজ হতে পারে পূজা। বিষয়টি ওই তরুণীই পুলিশকে নিশ্চিত করছে বলে জানিয়ে তদন্ত কর্মকর্তা আগৈলঝাড়া থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম বলেন, তরুণী প্রাপ্তবয়স্ক হওয়ায় বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। তদন্ত শুরুর পরপরই তার হোয়াটসঅ্যাপ নম্বরে একটি বার্তা আসে। বার্তায় লেখা ছিল, আমাকে খুঁইজেন না। আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে আছি এবং ভালো আছি।

 

মনিরুল ইসলাম বলেন, বার্তা পাওয়ার পর থেকে নম্বরটি বন্ধ আছে। তাই বার্তাটি সত্যিই পুজা পাঠিয়েছেন কি না, তা যাচাই করা যাচ্ছে না। কেউ ছদ্মবেশেও পাঠাতে পারে। আবার সত্যও হতে পারে। নিশ্চিত হতে পারছি না।

 

কলেজছাত্রীর ভাই রিমন দাস বাদী হয়ে দায়ের করা সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, গত ৯ নভেম্বর সকাল ৭টা ১০ মিনিটে বরিশাল নগরীতে কলেজে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন পূজা দাস। এরপর থেকেই নিখোঁজ রয়েছেন তিনি। সম্ভাব্য জায়গাগুলোয় খোঁজ নিয়েও সন্ধান পাওয়া যায়নি।

 

এ বিষয়ে নিখোঁজ পূজা দাসের ভাই রিমন দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, জিডি করেছি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

 

 

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল ইসলাম বলেন, এটি অপহরণ নাকি স্বেচ্ছায় গা ঢাকা দেওয়া, কোনো দিকই এখনও স্পষ্ট নয়। পরিবারের পক্ষ থেকেও কোনো ক্লু পাওয়া যাচ্ছে না।

 

 

ওসি আরও বলেন, বন্ধ নম্বরটি ট্র্যাকিং করা যাচ্ছে না। সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্যান্য উপায়ে তরুণীর অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। আমরা তার খুব কাছাকাছি পৌঁছেছি। মেয়েটি ভালো আছে, এটুকু নিশ্চিত হতে পেরেছি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network