1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আজ বাংলাদেশের মাটিতে ন্যায়বিচার প্রতিষ্ঠার শ্রেষ্ঠ ঘটনা ঘটেছে : আইন উপদেষ্টা - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ন

আজ বাংলাদেশের মাটিতে ন্যায়বিচার প্রতিষ্ঠার শ্রেষ্ঠ ঘটনা ঘটেছে : আইন উপদেষ্টা

  • আপডেট সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক : অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আজকে বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন।

 

আজকে বাংলাদেশের মাটিতে ন্যায়বিচার প্রতিষ্ঠার শ্রেষ্ঠ ঘটনা ঘটেছ। জুলাই গণ-অভ্যুত্থানকালে শত শত মানুষের মৃত্যু, হাজার হাজার মানুষের আহত হওয়ার ঘটনার জন্য যে নৃশংস খুনি দায়ী ছিল, আজ সেই শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। তার প্রধান সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে।

 

 

সোমবার বিকেলে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

 

তিনি বলেন, আজকে জুলাই গণ-অভ্যুত্থানের আরেকটি বিজয়ের দিন। আজকে আমার বিশেষ করে মনে করছে আবু সাঈদের কথা, মুগ্ধ, ওয়াসিফ, ইয়ামিন, আনাস… সবার কথা মনে পড়ছে। আজকে তাদের বিদেহী আত্মা হয়তো একটু শান্তি পাবে। আজকে তাদের শোকসন্তপ্ত পরিবারের কথা মনে পড়ছে। হয়ত এই রায়ের মধ্য দিয়ে তারা সামান্য হলেও সান্ত্বনা পাবে।

 

 

তিনি আরও বলেন, আমি এই রায়ে সন্তুষ্ট, কিন্তু বিস্মিত না। আর শেখ হাসিনা ও তার সহযোগীদের মানবতাবিরোধী অপরাধে যে তাজা, জোরাল ও বিস্তৃত প্রমাণ রয়েছে, পৃথিবীর যেকোনো আদালতে এর শাস্তি হলে সর্বোচ্চ শাস্তি হওয়ার কথা। আমরা শেখ হাসিনার প্রত্যর্পণের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে, তাহলে ভারতকে বুঝতে হবে… তা হলে বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা ও অত্যন্ত নিন্দনীয় আচরণ।

 

 

আসিফ নজরুল বলেন, আমরা যতদিন আছি, পূর্ণ গতিতে বিচারকার্য চলবে। এ বিচারের সঙ্গে সংশ্লিষ্ট যারা আছেন, বিশেষ করে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ও তার সহযোগীদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। যারা সাক্ষী দিয়েছে তাদের অভিনন্দন জানাচ্ছি। আমরা যতদিন আছি বিচারকার্য পূর্ণ উদ্যমে চলবে। আমরা আশা করি, পরবর্তী সময়ে যে নির্বাচিত সরকার আসবে, এই বিচারের গুরুদায়িত্ব থেকে তারা কোনোভাবেই যেন পিছপা না হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network