
নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মানবতা বিরোধী অপরাধ মামলার রায়কে কেন্দ্র বরিশাল সহ সমগ্র দক্ষিণাঞ্চলে কঠোর নিরাপত্তমূলক ব্যবস্থা বহাল রয়েছে।
পুলিশের পাশাপাশি সশস্ত্র বাহিনীও সমগ্র দক্ষিণাঞ্চলে নিরাপত্তার দায়িত্বে রয়েছে। বরিশাল মহানগরী সহ দক্ষিণাঞ্চলল বিভিন্ন স্পর্শকাতর এলাকাগুলোতে পুলিশ চৌকি স্থাপন সহ সেনাবাহিনী অবস্থানের পাশাপাশি টহলও যোরদার করেছে।
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নিরস্ত্র ও সশস্ত্র পুলিশেরন পাশাপাশি গোয়েন্দা পুলিশের পাশাপাশি বিমেষ শাখার বিপুল সংখ্যক পুলিশও মাঠে রয়েছে।
বিএমপি কমিশনার সোমবার সন্ধ্যায় জানান, বরিশাল মহানগরীর পরিস্থিতি শান্ত রয়েছে। পুরো মহানগরীকে নিরাপত্তার চাঁদরে মুড়ে ফেলা হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নাশকতার অভিযোগ একজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।