1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আওয়ামী লীগের দুঃশাসন অবসান করেছে বিএনপি- মেজর (অব.) হাফিজ - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন

আওয়ামী লীগের দুঃশাসন অবসান করেছে বিএনপি- মেজর (অব.) হাফিজ

  • আপডেট সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

তজুমদ্দিন(ভোলা)সংবাদদাতা// বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, আওয়ামী লীগের দুঃশাসন অবসান আন্দোলনের সুত্রপাত করেছে বিএনপি। শুধুমাত্র ৩৬ দিনের আন্দোলনে সরকার পতন হয়নি, বিএনপি জোটের ১৬ বছর ধরে চলে আসা আন্দোলনের ফসল জুলাই আগস্ট বিপ্লব।

আমরা বিএনপি নেতা কর্মীরা মামলা ও নির্যাতনের শিকার হয়ে জীবন দিয়েছেন। যার ফলে ছাত্র জনতার ব্যানারে ২৪ এর আন্দোলনে বিজয় এসেছে। এই আন্দোলনে লালমোহন তজুমদ্দিনে ১৩ জন সাধারণ মানুষ শহীদ হয়েছে। যারা কেহই ছাত্র ছিল না। অথচ জুলাই–আগস্টে আহত- নিহত পরিবারের সঠিক মূল্যায়ন হয়না।

রবিবার দুপুরে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মেজর অবঃ হাফিজ বলেন, বিএনপি একটি জনপ্রিয় রাজনৈতিক দল। অপপ্রচার করে বিএনপির জনপ্রিয়তা কমানো যাবে না। শহীদ জিয়ার দেখানো পথে জনগণের কল্যাণে বিএনপি রাজনীতি করেন। ৭১ এ যুদ্ধ করেছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। তেমনি জুলাই আগস্ট আন্দোলন হয়েছে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। গণতন্ত্র প্রতিষ্ঠা না হলে এদেশের কপালে অনেক দুর্ভোগ আছে।

তজুমদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু র সভাপতিত্বে এবং সদস্যসচিব ওমর আসাদ রিন্টু র সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমত উল্যাহ, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, সদস্যসচিব রাইসুল আলম, ভোলা জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওঃ কামালউদ্দিন প্রমুখ।

পরে ২য় অধিবেশনে জেলা বিএনপি সভাপতি গোলাম নবী আলমগীর সভাপতিত্বে উপস্থিত ডেলিকেট দের কন্ঠ ভোটে গোলাম মোস্তফা মিন্টুকে সভাপতি ও মোঃ ওমর আসাদ রিন্টুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।”

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network