
সাইফুল ইসলাম সাকিব// ভোলার তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চাঁদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফখরুল আলম জাহাঙ্গীর মারা গেছেন। তার পরিবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
বুধবার (৩০ ই জুলাই ) দুপুর ১২:১৫ মিনিটের দিকে রাজধানীর একটি হাসপাতালে দীর্ঘদিন অসুস্থ থাকার পর তিনি মারা যান।
বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী বীর মুক্তিযোদ্ধা ফখরুল আলম জাহাঙ্গীর ছাত্র জীবন থেকেই রাজনৈতি শুরু করেন, তিনি চাঁদপুর ইউনিয়নের ৩ বার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের দীর্ঘদিন সভাপতি দায়িত্ব পালন করেন।
এছাড়াও উপজেলা ছাত্রলীগ, যুবলীগের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ ২০২২ সালে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি নেতাকর্মীদের পছন্দে আবারো উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। তার বাবা মাওলানা মুগবুল আহমেদ চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন,তার পরিবারে রয়েছে চাঁদপুর ইউনিয়নের একাধিক চেয়ারম্যান।
তার মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা কমিটি, জাতীয়তাবাদী দল বিএনপি তজুমদ্দিন উপজেলা, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগ ,বাংলাদেশ জামাত ইসলামী তজুমদ্দিন উপজেলা শাখা, চাদঁপুর ইউনিয়নের সাধারণ লোকজন সহ উপজেলা সকল রাজনীতি সামাজিক সংগঠন গুলো গভীর ভাবে শোক প্রকাশ করেন। তারা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।