
মোঃ সাদ্দাম হোসেন// আজ ৩০ জুলাই ২০২৫ — জলবায়ু পরিবর্তন সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে বরিশাল সদর উপজেলার কড়াপুর পপুলার মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো “জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক উপস্থিত বক্তৃতা ও দেয়ালিকা প্রকাশ প্রতিযোগিতা”।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব জনাব নুরুল আমিন। তিনি শিক্ষার্থীদের পরিবেশ সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন থেকে সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পরিবেশ ও জলবায়ু পরিবর্তন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করে এবং বিভিন্ন সৃজনশীল দেয়ালিকাও প্রদর্শন করে। শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই আয়োজনে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল ও অর্থবহ করে তোলেন।”