
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সংবাদমাধ্যম দৈনিক জনকণ্ঠের মালিকের বিরুদ্ধে হাতিরঝিল থাকায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান।
তিনি বলেন, শনিবার (২ আগস্ট) রাতে মামলাটি দায়ের হয়। এর আগে জুলাই বিপ্লবের পক্ষে থাকা দৈনিক জনকণ্ঠের ২০ জন সাংবাদিককে হঠাৎ করে চাকরিচ্যুত করার ঘটনায় পত্রিকাটির সব ধরনের সংবাদ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা করেছে পত্রিকাটির সাংবাদিকরা। শনিবার (২ আগস্ট) বিকেলে পত্রিকাটির ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে বিষয়টি জানানো হয়।
পোস্টে বলা হয়, আগস্ট উপলক্ষে স্বৈরাচারের দোসর জনকণ্ঠ পত্রিকা গতকাল কালো রঙ ধারণ করেছিল। তার প্রতিবাদে আমরা লাল রঙ দিয়ে আজ পত্রিকাটি বের করার কারণে জুলাই বিপ্লবের পক্ষে থাকা সকল সাংবাদিকদের চাকরিচ্যুত করেছে পত্রিকাটির সম্পাদক শামিমা এ খান।
পোস্টে আরও বলা হয়, এই বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত জনকণ্ঠের সকল কার্যক্রম বন্ধের ঘোষণা করছি। এরপরও যদি কেউ দায়িত্ব নিয়ে পত্রিকা বের করেন তাহলে অবশ্যই নিজ দায়িত্বে বের করবেন। এই ঘটনার প্রেক্ষিতে পত্রিকাটি আপাতত বন্ধ রয়েছে বলে জানা গেছে।
এদিকে পত্রিকাটির ২০ জন সাংবাদিককে হঠাৎ করে চাকরিচ্যুত করার পর এর সম্পাদক শামিমা খানকে অবাঞ্ছিত ঘোষণা করে ৬ সদস্যের এডিটোরিয়াল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের সদস্য হিসেবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের একজন করে প্রতিনিধি থাকবেন।
এছাড়া অন্যান্য সদস্যরা হলেন, পত্রিকাটির প্ল্যানিং এডিটর জয়নাল আবেদীন শিশির, অ্যাডভাইজার (অনলাইন) সাবরিনা বিনতে আহমেদ, ডেপুটি চিফ রিপোর্টার ইস্রাফিল ফরায়েজী এবং মীর জসিম উদ্দিন।