1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কাঠালিয়ায় কৃষককে কুপিয়ে আহত - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন

কাঠালিয়ায় কৃষককে কুপিয়ে আহত

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠির কাঠালিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে মোঃ মিলন হাওলাদার (৫৫) নামের এক কৃষককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা চেষ্টা অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত শনিবার দুপুরে উপজেলা সদরের (২নং ওয়ার্ড) কাঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের পিছনের রাস্তায় এ ঘটনা ঘটে।

এ সময় প্রতিপক্ষের হামলায় মো. আনসার হাওলাদার এর ছেলে মো. মিলন হাওলাদার (৫৫) গুরুতর আহত হয়। আহত অবস্থায় উদ্ধার করে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আমুয়ায় ভর্তি করে । অবস্থার অবনতি হলে ‍উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা।

আহতের ছোট ভাই মো. রাসেল হাওলাদার জানায়, আমার ভাই মিলন হাওলাদারের ঘরের উপরে তিন মাস পূর্বে বন্যায় প্রতিপক্ষের একটি গাছ পরে ঘরটি সম্পূর্ণ ভেঙ্গে যায়। দীর্ঘদিন পেরিয়ে গেলেও প্রতিপক্ষরা গাছ কেটে নেয় না এবং কোন ধরনের ক্ষতিপূরণ দিতে চায় না।

বিষয়টি নিয়ে কাঠালিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিলে পুলিশ প্রশাসন স্থানীয় সালিশ মীমাংসার মাধ্যমে ওই গাছটি মিলন হাওলাদারকে দেওয়া হয়। এতে প্রতিপক্ষ আবুল কালাম আজাদ ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ধরনের হুমকি ও গালিগালাজ করতে থাকে। এ নিয়ে উভয়ের মাঝে দ্বন্দ্ব বিরাজমান।

ঘটনার দিন এর জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে আবুল কালাম আজাদ ও তার ছেলে আরাফাত সহ অজ্ঞাত ৪/৫ জন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে আমার ভাইয়ের উপর হামলা চালায়। এতে আমার ভাই গুরুতর রক্তাক্ত জখম হয়।

পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠায়। মারধর করেও ক্ষান্ত হয়নি এখন বিভিন্ন ধরনের খুন জখমের হুমকি দিয়ে আসছে। ভুক্তভোগী পরিবার প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে দিন কাটাচ্ছে। বন্যায় গাছ পড়ে ঘর পুরোপুরি ভেঙে যায়। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার। মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা জানিয়েছে। এদিকে একজন বৃদ্ধ কৃষককে মধ্যযুগীয় কায়দায় মারধরের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। প্রতিপক্ষ সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network