1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরগুনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদদের কবরে শ্রদ্ধাঞ্জলি - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১০:২৯ অপরাহ্ন

বরগুনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদদের কবরে শ্রদ্ধাঞ্জলি

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

বরগুনা প্রতিনিধি। বরগুনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই আন্দোলনে শহীদদের কবরে শ্রদ্ধাঞ্জলি, জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। জুলাই শহিদ মিজানুর রহমান এবং আল-আমীনের গ্রামের বাড়ীতে গিয়ে তাদের কবরে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেছেন বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম এবং পুলিশ সুপার ইব্রাহীম খলিলসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। শহিদ মিজানের বাড়ী বরগুনা সদর উপজেলার কালিরতবক গ্রামে এবং আল আমীনের বাড়ী নাপিতখালী গ্রামে।

এরপর জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমী মিলনায়তনে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন অনুষ্ঠিত হয়। সম্মিলনে জেলা প্রশাসকসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা বিএনপি জেলা জামায়াতে ইসলাম এবং ইসলামী আন্দোলন আলাদা আলাদা গণ মিছিল ও বিজয় মিছিল করেছে। বরগুনা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলাদা আলাদা স্থানে তারা সমাবেশ করেছে।

এসময় মিছিল থেকে ফ্যাসিস্ট আওয়ামীলীগ এবং হাসিনার বিচার দাবী করে বিভিন্ন শ্লোগান দেওয়া হয়। দিনব্যাপী আয়োজনের মধ্যে বিকেল ৪টায় ক্রিড়াা সংস্থা এবং সরকারি শিশু পরিবারের মধ্যে ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও জুলাই আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় নাটকের আয়োজন করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network