
চরফ্যাশন(ভোলা) প্রতিনিধি// ভোলার চরফ্যাশনে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র্যালি ও পথসভা করেছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন।
বুধবার (৬ আগস্ট) বিকাল সাড়ে ৫ টার দিকে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের পক্ষে এ বিজয় র্যালি ও পথ সভা করা হয়।
চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপু’র সভাপতিত্বে বিজয় র্যালীটি চরফ্যাশন শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে শেষে একটি পথসভা আয়োজন করা হয়। মিছিলটিতে জনসমুদ্রে পরিনত হয়। এসময় প্রায় ১০ হাজার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
চরফ্যাশন উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেলের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কয়সর আহমেদ কমল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গোফরান মহাজন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর হোসেন, পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম ভূট্রু, উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক আহসান উল্লাহ বাহার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হুমায়ুন কবির সিকদার, পৌর যুবদলের আহবায়ক আবু বকর সিদ্দিক মিল্টন প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মৃত্যুর ভয়কে উপেক্ষা করে বিএনপির নেতা কর্মীরা রাজপথে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে দেশকে স্বৈরাচার মুক্ত করেছে। জিয়া পরিবারের আস্থাভাজন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের প্রতি আস্থা রেখে আপনারা আজকের বিজয় র্যালি ও সভাকে সফল করেছেন, চরফ্যাশন উপজেলা বিএনপি আপনাদের প্রতি কৃতজ্ঞ।