খবর বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ সম্পাদক ফোরাম বরিশাল’র সাধারণ সম্পাদক ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সহ সভাপতি এস.এম জাকির হোসেনের বিরুদ্ধে উদ্দেশ্য প্রনোদিত মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ সম্পাদক ফোরাম বরিশাল’র সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুলসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ।
স্বাধীন সাংবাদিকতা ও সংবাদপত্রের বিরুদ্ধে দীর্ঘদিনের ষড়যন্ত্রের বহ্যি প্রকাশই এ মামলার উদ্ভব ঘটিয়েছে বলে মনে করেন তারা।
এ মিথ্যা মামলা প্রত্যাহার করে নেয়ার জন্য সংশ্লিস্টদের প্রতি আহবান জানান সংগঠনের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুলসহ বাংলাদেশ সম্পাদক ফোরাম বরিশাল’র সকল নেতৃবৃন্দ।