
বরগুনা প্রতিনিধি// বরগুনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে বরগুনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।
ওই নারীর নাম আলেয়া বেগম (৬০)। তিনি বরগুনা সদর উপজেলার ৪ নম্বর কেওরাবুনীয়া ইউনিয়নের লতাবাড়িয়া এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম (মৃত) নূর মোহাম্মদ।
হাসপাতাল সূত্রে জানা যায়, আলেয়া জ্বরে আক্রান্ত হলে গত ৪ আগস্ট সোমবার তাকে হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। পরে হাসপাতালের পরীক্ষায় ডেঙ্গু পজিটিভ হলে প্রয়োজনীয় চিকিৎসার জন্য ভর্তি হন তিনি। এরপর চিকিৎসারত অবস্থায় আলেয়ার শারীরিক অবস্থার অবনতি হয় এবং রক্তে প্লাটিলেট কমে যায়।
পরে দায়িত্বরত চিকিৎসক গতকাল ৭ আগস্ট (বৃহস্পতিবার) আলেয়াকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তবে তাকে বরিশাল না নিয়ে বন্ডে স্বাক্ষর করে বরগুনা হাসপাতালেই ভর্তি রাখেন ছেলে সরোয়ার। এরপর আবারও আলেয়ার শারীরিক অবস্থার অবনতি হয়ে শ্বাস কষ্ট বেড়ে গেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।