করোনা থেকে সুস্থ ১২ কোটির বেশি মানুষ


Barisal Crime Trace -HR প্রকাশের সময় : এপ্রিল ২০, ২০২১, ৯:২৩ পূর্বাহ্ণ /
করোনা থেকে সুস্থ ১২ কোটির বেশি মানুষ

অনলাইন প্রতিবেদকঃ বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৩০ লাখ ৪৩ হাজারের মতো মানুষের। আক্রান্তের সংখ্যা ১৪ কোটি ২৬ লাখের বেশি। তবে ইতিবাচক খবর হচ্ছে তাদের ১২ কোটির বেশি মানুষ এরইমধ্যে সুস্থ হয়েছেন।

 

আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ৩০ লাখ ৪২ হাজার ৮৩৮ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ১৪ কোটি ২৬ লাখ ৮৫ হাজার ৯৫৪ জন মানুষ। তাদের মধ্যে বর্তমানে ১ কোটি ৮৩ লাখ ৪৭ হাজার ৮২১ জন চিকিৎসাধীন এবং ১ লাখ ৮ হাজার ১৩৯ জন (০.৬%) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

 

তবে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে ১২ কোটি ১১ লাখ ৮৭ হাজার ১৫৬ জন সুস্থ হয়ে উঠেছেন।

 

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২২১টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। পরে ১১ মার্চ, ২০২০ সালে করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।