নিজস্ব প্রতিবেদক:: মুন্সীগঞ্জের সিরাজদিখানে হেফাজত নেতা মোহাম্মদ আতাউল্লাহ (৩৪) ও মোহাম্মদ উল্লাহকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতার দুজনেই হেফাজত ইসলামের নায়েবে আমির আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরের ছেলে।
গতকাল শুক্রবার (২৩ এপ্রিল) রাতে মোহাম্মদ আতাউল্লাহকে বরিশাল এবং মোহাম্মদ উল্লাহকে বাগেরহাট জেলা থেকে গ্রেপ্তার করা হয় ।
সিরাজদিখান থানা পুলিশের ওসি (তদন্ত) মো. কামরুজ্জামান জানান, গেল ২৮ মার্চ হেফাজতের ডাকা হরতালে সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের বাড়িতে ভাঙচুর,
অগ্নিসংযোগ, লুটপাট ও সিরাজদিখান থানার সাবেক ওসি এসএম জালাল উদ্দিনের ওপর সন্ত্রাসী হামলার জেরে সেখানে তাণ্ডব চালানোর মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।