
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ডিএমপির সাবেক উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও বর্তমানে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত মো. নাজমুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গত ২৩ এপ্রিল থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন তিনি।
মঙ্গলবার (১৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ বরখাস্তের আদেশ জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্মচারী বিধিমালা, মো. নাজমুল ইসলামকে ২০১৮ অনুসারে অসদাচরণ ও পলায়নের শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় যেদিন থেকে অনুপস্থিত সেদিন থেকে সরকারি চাকরি থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।