1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ববি শিক্ষার্থীরা নির্মাণাধীন নভোথিয়েটার ও বিটেক দখলে নিলেন - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন

ববি শিক্ষার্থীরা নির্মাণাধীন নভোথিয়েটার ও বিটেক দখলে নিলেন

  • আপডেট সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক,বরিশাল// ক্লাসরুম সংকটের কারণে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা নির্মাণাধীন নভোথিয়েটার ও বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটেক) দখল করে নিয়েছে।

 

বুধবার (২৭ আগস্ট) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এই দুই প্রতিষ্ঠান দখল করে তারা। নির্মাণ সম্পন্নের চূড়ান্ত পর্যায়ে থাকা স্থাপনা দুটি এখনও নির্মাণকারী প্রতিষ্ঠান হস্তান্তর করেনি।

 

এ সময় ববি শিক্ষার্থীরা নভোথিয়েটার দখল করে ‘অ্যাকাডেমিক ভবন ৩’ লেখা ব্যানার টাঙিয়ে দেয়। এর আগে শিক্ষার্থীরা চতুর্থ দিন শ কাঁ‌ট ববির মূল গেটের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিল, যার ফলে জনদুর্ভোগ দেখা দেয়।

 

শিক্ষার্থীদের বক্তব্য, প্রায় এক মাস ধরে অবকাঠামোগত সংকট, আয়তন বৃদ্ধি এবং নিরাপদ পরিবহণ ব্যবস্থা নিশ্চিতের দাবিতে আন্দোলন করলেও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে এখনও কেউ শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করেনি। তাই তারা এই দুই স্থাপনা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। এখন থেকে এই দুই স্থাপনা বিশ্ববিদ্যালয়ের ‘অ্যাকাডেমিক ভবন ৩’ হিসাবে ব্যবহৃত হবে।

 

এর আগে তিন দফা দাবিতে মহাসড়ক অবরোধের পর শিক্ষার্থীরা স্থাপনা দুটি দখলের ঘোষণা দেয়। এরপর ববির ছাত্রাবাসসহ পার্শ্ববর্তী মেস বাসায় থাকা শিক্ষার্থীরা মিছিল করে নভোথিয়েটার ও ভোলা রোড সংলগ্ন নির্মাণাধীন বিটেক ভবন দখল করে নেয়।

 

ববি শিক্ষার্থী মৃত্যুঞ্জয় রায় বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে গণস্বাক্ষর, মানববন্ধন, বিক্ষোভ কর্মসূচি এবং মহাসড়ক অবরোধ করলেও আমাদের দাবির প্রতি কেউ কর্নপাত করেনি। তাই বাধ্য হয়ে আমরা এই স্থাপনা দুটি নিয়ন্ত্রণে নিয়েছি। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ৭টি অনুষদে ২৫টি বিভাগের প্রায় ১০ হাজার শিক্ষার্থী পাঠদান করছেন, কিন্তু কক্ষ সংখ্যা মাত্র ৩৬টি। কক্ষ সংকটের কারণে অনেক সময় খোলা মাঠে পাঠদান করা হচ্ছে। শ্রেণিকক্ষ ও শিক্ষক সংকটের কারণে অধিকাংশ বিভাগে সেশনজট বৃদ্ধি পাচ্ছে।’

 

বরিশাল বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সেখানকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network