বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে বাল্কহেড-স্পিডবোটের সংঘর্ষে নিহত ২৬
Barisal Crime Trace -HR
প্রকাশিত মে ৩ সোমবার, ২০২১, ১২:০৬ অপরাহ্ণ
মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের শিবচরের বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে বালুবোঝাই বাল্কহেডে ধাক্কা দেয় যাত্রীবাহি স্পিডবোট। এ ঘটনায় নারী শিশুসহ ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৩ মে) ভোর ৬টার দিকে বাংলাবাজার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিবচরের বাংলাবাজার ফেরিঘাটের ট্রাফিক পরিদর্শক আশিকুর রহমান জানান, ভোরে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে স্পিডবোটে যাত্রী নিয়ে মাদারীপুরের শিবচরের বাংলাবাজারের দিকে আসছিল। ঘাটের কাছাকাছি এলে ঘাটের কাছে নোঙর করা বালুবোঝাই একটি বাল্কহেডের সঙ্গে সংঘর্ষ হলে স্পিডবোটটি উল্টে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌপুলিশ উদ্ধার অভিযান শুরু করে। ঘটনাস্থল থেকে ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়।