
বরগুনা প্রতিনিধি// বরগুনার পাথরঘাটা উপজেলায় পারিবারিক কলহের জেরে বিষপান করে মোছাঃ ময়না বেগম (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনার পর তার স্বামী হানিফ হাওলাদার লাশ হাসপাতালে ফেলে রেখে পালিয়ে গেছেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কালিবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ময়না বেগম কালমেঘা ইউনিয়নের মোঃ হানিফ হাওলাদারের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহ চলছিল দীর্ঘদিন ধরে। ঘটনার দিন একপর্যায়ে ময়না বেগম ঘরে রাখা চালের পোকা দমনের ট্যাবলেট (বিষ) খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
পরে অসুস্থ অবস্থায় স্বামী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর হাসপাতালেই স্ত্রীর মরদেহ ফেলে রেখে পালিয়ে যান হানিফ হাওলাদার।
পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, ‘মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’