1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে সহকারী শিক্ষকের হাতে প্রধান শিক্ষক লাঞ্চিত, ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন

বরিশালে সহকারী শিক্ষকের হাতে প্রধান শিক্ষক লাঞ্চিত, ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ

  • আপডেট সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

 

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ বাবুগঞ্জে শিক্ষা কমিটির সদস্য ও সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক (বাচ্চু) কর্তৃক অপর এক প্রধান শিক্ষক লাঞ্চিত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাবুগঞ্জ উপজেলায় শিক্ষকদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

জানা গেছে, বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ধুমচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহীদুল ইসলাম চলতি মাসের ৮ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত নৈমিত্তিক ছুটিতে থেকে সহকারী উপজেলা শিক্ষা অফিসারের পরীক্ষায় অংশগ্রহণ করেন। এ নিয়ে কোনো পূর্ব বিরোধ না থাকলেও, মাসিক সমন্বয় সভায় ধুমচরের অপর এক সহকর্মী শিক্ষককে নিয়ে উচ্চবাচ্য করেন শিক্ষা কমিটির সদস্য আব্দুর রাজ্জাক বাচ্চু, যিনি মধ্য বাহেরচর ঘোষকাঠী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, বিষয়টি জানতে পেরে গত ১৬ সেপ্টেম্বর শহীদুল ইসলাম খানপুরা সোনালী ব্যাংকের সামনে বাচ্চুকে জিজ্ঞেস করলে কথা কাটাকাটির একপর্যায়ে আঃ রাজ্জাক (বাচ্চু) শহীদুল ইসলামের গায়ে আঘাত করেন। ঘটনার প্রতিক্রিয়ায় শহীদুল ইসলামও জুতা দিয়ে পাল্টা প্রতিরোধ করেন।

 

ঘটনার পরপরই বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে এবং শিক্ষক সমাজের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। অনেকে বলছেন, একজন শিক্ষক কর্তৃক অপর শিক্ষকের প্রতি এমন অশোভন আচরণ নৈতিক ও পেশাগত মানদণ্ডে একেবারেই অগ্রহণযোগ্য।

 

প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম বলেন,  তিনি নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকেন না। প্রায় সময়ই তাকে উপজেলা সদরে ঘোরাফেরা করতে দেখা যায়। বিষয়টি জানতে চেয়ে আমি তাকে জিজ্ঞাসা করলে, তিনি ক্ষিপ্ত হয়ে আমার ওপর চড়াও হন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

 

অভিযুক্ত সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক (বাচ্চু) বলেন,সেদিন আমার মাথা একটু গরম ছিল। প্রধান শিক্ষক আমাকে কথা বলার পর আমি একটু উত্তেজিত হয়ে পড়ি এবং তার গায়ে হাত তুলে ফেলি। বিষয়টির জন্য আমি দুঃখ প্রকাশ করছি ।

 

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা শিক্ষা অফিসার আসফিয়া রহমান বলেন, আমি বিষয়টি শুনে আমার অফিসের স্টাফদের সঙ্গে নিয়ে উভয় পক্ষকে বসিয়ে বিষয়টি মীমাংসা করে দিয়েছি। তিনি আরও জানান, শিক্ষক সমাজে সুসম্পর্ক বজায় রাখা জরুরি তাই উভয়কে বোঝানো হয়েছে যাতে ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটে।

 

তবে শিক্ষক মহলে দাবি উঠেছে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network