
নিজস্ব প্রতিবেদক// পিরোজপুরের ইন্দুরকানীতে পুলিশ ও জনসাধারণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ওপেন হাউজ ডে পালিত হয়েছে।
সোমবার (২১ জুলাই) সকালে বালিপাড়া ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৩নং বালিপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর সার্কেল-এর অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান। এছাড়াও, ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ মো. মারুফ হাসান গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্যবৃন্দ, সুধীজন, সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে পুলিশ ও জনগণের মধ্যে বিদ্যমান সম্পর্ক, এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিক সেবা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই ধরনের আয়োজন পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে দূরত্ব কমিয়ে আস্থার সম্পর্ক তৈরি করতে সহায়ক হবে বলে উপস্থিত বক্তারা অভিমত প্রকাশ করেন।”