
নিজস্ব প্রতিবেদক// বরগুনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫ কেজি গাঁজাসহ এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। রোববার গভীর রাতে বরগুনা সদর উপজেলার ডিকেপি সড়ক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. সজল (৩৩) ও তার স্ত্রী আসমা আক্তার (২৫)। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন বলে জানিয়েছে ডিবি পুলিশ।
ডিবি পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় দম্পতির সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে বরগুনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”