
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি // বাবুগঞ্জ উপজেলার চরাঞ্চলের কৃষি এবং পশুপালন সংক্রান্ত সম্ভাবনা যাচাইয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা এবং উপজেলা প্রকৌশলীর সাথে হাসপাতাল সংলগ্ন চর পরিদর্শন করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফারুক আহমেদ।
বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন চরাঞ্চলে কৃষি ও পশুপালনের সম্ভাবনা যাচাইয়ের জন্য পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফারুক আহমেদ।
২১ জুলাই সোমবার বিকেল ৪ টায় সম্ভাবনা যাচাইয়ের জন্য চরাঞ্চল পরিদর্শন করেন উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দ।
পরিদর্শনে তার সাথে ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবদুর রউফ এবং উপজেলা এলজিইডি প্রকৌশলী কাজী এমামুল হক আলিম।
এ সময় চরাঞ্চলের মাটির ধরন, ঘাসের প্রকৃতি ও পানির সহজলভ্যতা পর্যালোচনা করে সম্ভাব্য উন্নয়ন পরিকল্পনার বিষয়ে প্রাথমিক আলোচনা হয়।
বাবুগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুর রউফ বলেন, “উপযুক্ত পরিকল্পনা ও সরকারি সহযোগিতার মাধ্যমে এই চরাঞ্চলে কৃষি এবং পশুপালনের সম্ভাবনাকে কাজে লাগিয়ে জনগণের জীবিকা উন্নয়ন সম্ভব।”
প্রতিনিধিদলের এ সফর স্থানীয়দের মাঝে আশার সঞ্চার করেছে। উপজেলা প্রশাসন আশা করছে, এই চরাঞ্চলকে একটি উৎপাদনশীল খামারভিত্তিক জোনে রূপান্তর করা সম্ভব হবে।”