
ঝালকাঠি প্রতিনিধি// ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, সরকারি কর্মকর্তারা তথ্য অধিকার আইন জানবে না সেটা খুব কমই আছে, আর যারা জানবে না তারা অমনোযোগী। কারণ এ আইন সম্পর্কে অনেক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই আইন সম্পর্কে জানা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ।
তাহলে নিজেদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন হতে পারবে এবং জনগণের প্রতি তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।তথ্য জানা একজন নাগরিকের অধিকার। আমরা জনগণের অধিকার নিশ্চিত করতে এসেছি।আমরা চাই জনগণ যাতে তথ্য অধিকার থেকে বঞ্চিত না হয়।
রবিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের মিলনায়তনে জেলা প্রশাসন এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) যৌথ উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সনাকের পক্ষ থেকে জেলার তথ্য বাতায়নের অর্ন্তভুক্ত ৬৬টি দপ্তরের ওয়েব পোর্টাল নিয়ে পরিচালিত একটি ফলোআপ জরিপের ফলাফলসহ তথ্য অধিকার আইনটির উপর একটি উপস্থাপনা প্রদান করা হয়। ওয়েব পোর্টালের ফলোআপ জরিপে দেখা যায়, গত বছরের তুলনায় এবছর উল্লেখযোগ্য হারে তথ্য হালনাগাদ হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাওসার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মোঃ শাহ্ আলম,জেলা তথ্য অফিসার লেলিন বালা,সনাক সভাপতি সত্যবান সেন গুপ্ত , সনাকের শিক্ষা বিষয়ক উপকমিটির যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম তালুকদার,ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ঝালকাঠির এরিয়া কোঅর্ডিনেটর মিজানুর রহমান,অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপের (এসিজি) সদস্য আরিফুর রহমান রায়হান,ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সদস্য শাহরিয়ার পাপন,তামান্না ইসলাম।
জেলা প্রশাসক আশরাফুর রহমান সনাক ও টিআইবিকে ধন্যবাদ দিয়ে সম্প্রতি জেলার তথ্য বাতায়নের ওয়েব পোর্টাল সম্পর্কিত জরিপ কার্যক্রমটি পরিচালনার জন্য এবং তাদের জরিপে যে তথ্য উঠে এসেছে তা অবিলম্বে সব সরকারি দপ্তরকে তাদের নিজ নিজ দপ্তরের তথ্য হালনাগাদ করার নির্দেশনা দেন।