
ঝালকাঠি প্রতিনিধি// শিক্ষকদের বেতন স্কেলে অন্তর্ভুক্তির রুপকার, শিক্ষক দিবসে ঢাকায় শিক্ষক সমাবেশ বাস্তবায়নে ঝালকাঠিতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, বাকশি(সেলিম ভুইয়া) জেলা শাখার আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) বিকালে সাংবাদিক সংস্থার কার্যালয়ে বাকশিস জেলা কমিটির সভাপতি অধ্যাপক এজাজ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন মনস্বিতা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: কামরুজ্জামান, বড়াইয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: জসিম উদ্দিন, সদর উপজেলা বাকশিস সভাপতি অধ্যাপক মো: শাহ আলম, সাধারণ সম্পাদক প্রভাষক মঞ্জুর রাহী, বাশিস জেলা সাধারণ সম্পাদক এ.কে.এম মঞ্জুরুল হক, শহীদ রাজা ডিগ্রি কলেজের অধ্যাপক অমরেশ রায় চৌধুরী, জাগুয়া ডিগ্রি কলেজের অধ্যাপক মো: আহসান কবির।
এসময় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ। সভায় ঝালকাঠি থেকে শতাধিক শিক্ষক ঢাকা মহাসমাবেশে যোগদানের টার্গেট নির্ধারণ করা হয়। জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন ও ঢাকার মহাসমাবেশে সকল শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আলোচনা করা হয়।