
নিজস্ব প্রতিবেদক// বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ঢাকার উত্তরাতে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে পতিত হয়ে কোমলমতি শিশু, শিক্ষক, অভিভাবক সহ অনেক মানুষের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় মঙ্গলবার ২২ জুলাই রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়।
এ উপলক্ষে আজ কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ উপজেলার সকল স্কুল, মাদরাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং নিহতদের মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।