1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নাগরিক হিসেবে তরুণদের প্রত্যাশার মূল্য দিতে হবে: ইউজিসি চেয়ারম্যান - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ন

নাগরিক হিসেবে তরুণদের প্রত্যাশার মূল্য দিতে হবে: ইউজিসি চেয়ারম্যান

  • আপডেট সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক,বরিশাল: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেছেন, তোমরা আজ গর্বিত গ্র্যাজুয়েট। তোমাদের দিকে তাকিয়ে আছেন শুধু তোমাদের বাবা-মা নন, তাকিয়ে আছে গোটা দেশ ও জাতি। তাই দায়িত্বশীল নাগরিক হিসেবে সেই প্রত্যাশার মূল্য দিতে হবে।

 

শনিবার (১৮ অক্টোবর) বরিশাল নগরীর ঐতিহ্যবাহী বেলস পার্ক মাঠে ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের (ইউজিভি) প্রথম সমাবর্তনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বরিশালে এটাই প্রথম কোনো বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান, যেখানে তিন হাজারেরও বেশি প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন।

 

অধ্যাপক ড. ফায়েজ বলেন, শিক্ষার্থীদের যে বয়সে তোমরা আছো, একসময় তোমাদের শিক্ষকরাও সেই বয়সে ছিলেন। তাই তারা জানেন, এই সময়ে কত চঞ্চলতা ও অস্থিরতা কাজ করে। তবে শিক্ষার্থীরা এখন যে যুগে বাস করছে, সেটি আমাদের সময়ের চেয়ে আলাদা। এই প্রজন্মের সঙ্গে সংযোগ স্থাপনই আজকের শিক্ষকের অন্যতম বড় চ্যালেঞ্জ।

 

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষার্থীদের সম্মানের চোখে দেখতে হবে। তাদের চাহিদা ও মানসিকতা বোঝার চেষ্টা করতে হবে। আজকের শিক্ষার্থীরা সচেতন—তারা লক্ষ্য করে শিক্ষক প্রস্তুতি নিয়ে ক্লাসে যাচ্ছেন কি না।

 

স্মৃতিচারণ করে ড. ফায়েজ বলেন, ছোটবেলায় ছাত্রাবস্থায় বরিশালে এসেছিলাম, আজ আবার এলাম। বিশ্ববিদ্যালয় মানুষকে শেখায় চরিত্র গঠন করতে, শেখায় কীভাবে জীবনযুদ্ধে বাঁচতে হয়। যারা এই বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। দেশ ও জাতির কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন।

 

সমাবর্তনে শিক্ষাবিদ প্রফেসর ড. কায়কোবাদ ছিলেন সমাবর্তন বক্তা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউজিভির উপাচার্য অধ্যাপক ড. আবদুল বাকী, উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল আজিজ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার সোহরাব হোসেন, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. ইমরান চৌধুরী, ট্রেজারার অধ্যাপক ড. রাবেয়া বেগম এবং সমাবর্তন আহ্বায়ক ও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. ফরিদ আহমেদ।

 

আনন্দ-উচ্ছ্বাসে ভরা এই আয়োজনে শিক্ষার্থীরা বলেন, সমাবর্তন বিশ্ববিদ্যালয় জীবনের সাফল্যের সর্বোচ্চ স্বীকৃতি। ইউজিভির প্রথম সমাবর্তনে অংশ নিতে পেরে আমরা গর্বিত, কারণ বরিশাল বিভাগের ইতিহাসে এটাই প্রথম বিশ্ববিদ্যালয় সমাবর্তন।

 

উপাচার্য অধ্যাপক ড. আবদুল বাকী বলেন, ইউজিভির প্রথম সমাবর্তন আমাদের ইতিহাসে এক মাইলফলক। এই আয়োজনের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের পরিশ্রম, সাফল্য ও ভবিষ্যৎ সম্ভাবনাকে স্বীকৃতি দিয়েছি। জ্ঞান ও মানবিক মূল্যবোধ দিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনাই আমাদের লক্ষ্য।

 

দক্ষিণাঞ্চলে উচ্চশিক্ষার মানোন্নয়নে ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ ইতোমধ্যে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। আধুনিক শিক্ষাপদ্ধতি, গবেষণা, প্রযুক্তিনির্ভর উদ্ভাবন এবং শিক্ষার্থী-কেন্দ্রিক পরিবেশের মাধ্যমে প্রতিষ্ঠানটি একটি সৃজনশীল ও ফলাফলভিত্তিক উচ্চশিক্ষা মডেল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network