
মুলাদী প্রতিনিধি: বরিশালের মুলাদীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নেতা ডা. জাহানারা লাইজু।
তিনি গতকাল বুধবার বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন। এসময় তিনি ধানেরশীষ প্রতীকের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান। প্রফেসর ডা. জাহানারা লাইজু ড্যাব এর কেন্দ্রিয় কমিটির সহ-মহিলা বিষয়ক সম্পাদক, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ শাখার সভাপতি। তিনি বরিশাল-৩ আসন থেকে ৪বার নির্বাচিত আলহাজ্ব মোশাররফ হোসেন মঙ্গুর মেয়ে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি বরিশাল-৩ আসন থেকে মনোনয়ন চাইবেন বলে জানান নেতাকর্মীরা।গণসংযোগকালে ডা. জাহানারা লাইজুর সঙ্গে ছিলেন, মুলাদী পৌরসভা বিএনপির আহবায়ক এনামুল হক ইনু, সদস্য সচিব মিজানুর রহমান হাওলাদার, উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক শায়লা শারমিন মিম্মু, উপজেলা কৃষক দল সভাপতি আলহাজ্ব সালাম কবির হাওলাদার, উপজেলা মহিলা দল সভাপতি ইসরাত জাহান লিলি, পৌরসভা যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম শাওন হাওলাদার, বিএনপি নেতা আব্দুল মালেক, নান্নু মল্লিক, সবুজ সরদার, যুবদল নেতা আনোয়ার হোসেন পিন্টু, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক সোহানুর রহমান সোহান প্রমুখ।