
নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার এক স্কুল শিক্ষক তার ছাত্রীকে বিয়ে করেছেন বলে অভিযোগ উঠেছে। এদিকে অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করায় থানায় অভিযোগ দায়ের করেছেন প্রথম স্ত্রী মোছা. শামীমা জাহান।
বুধবার (১৯ নভেম্বর) তাড়াশ থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী স্ত্রী। অভিযুক্ত শিক্ষক মো. মনোয়ার হোসেন তাড়াশ পৌর এলাকার শোলাপাড়া গ্রামের মো. ফজলুল হকের ছেলে। তিনি রঘুনিলী মঙ্গলবাড়িয়া উচ্চবিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক।
লিখিত অভিযোগে শামীমা জাহান উল্লেখ করেন, তার স্বামী মনোয়ার হোসেনের সঙ্গে তার ছাত্রীর প্রেমের সম্পর্ক চলছিল। বেশ কিছুদিন ধরে স্বামীর সন্ধান পাচ্ছিলেন না তিনি। গত মঙ্গলবার (১৮ নভেম্বর) গোপন সংবাদে জানতে পেরে ওই শিক্ষার্থীর বাড়িতে যান তিনি।
এ সময় বাড়ির একটি রুমে ওই শিক্ষার্থীর সঙ্গে একই কক্ষে স্বামীকে দেখতে পান। এ সময় তিনি তাদের মধ্যে সম্পর্কের বিষয়টি জানতে চাইলে অভিযুক্ত মনোয়ার ও স্কুলশিক্ষার্থীর পরিবারের লোকজন গালাগাল করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়।
ভুক্তভোগী শামীমা জাহান বলেন, ‘আমার স্বামী এর আগেও তার নিজ স্কুলের ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক জড়িয়ে পড়েছিল। যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়। আমি নিজেও স্কুলশিক্ষক। আমার বড় মেয়ের বিয়ে হয়েছে। মান সম্মানের কথা চিন্তা করে গোপনে স্বামীকে শোধরানোর চেষ্টা করেছি। কিন্তু কোনো কাজ হয়নি। বাধ্য হয়ে থানায় অভিযোগ করেছি।’
অভিযুক্ত মনোয়ার হোসেনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বিয়ের কথা অস্বীকার করেন। এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, ‘শিক্ষকের বিরুদ্ধে তার স্ত্রী থানায় অভিযোগ করেছেন। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’