
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জয় সন্যামত (২৫) নামের এক ছাত্রদল কর্মীর মৃত্যু হয়েছে। মৃত জয় বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের জঙ্গলপট্টি গ্রামের বাসিন্দা। তিনি ইউনিয়ন ছাত্রদলের একজন সক্রিয় কর্মী ছিলেন।
গৌরনদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা জানিয়েছেন, গত কয়েক দিন পূর্বে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা থেকে নিজ গ্রামে আসেন জয়। হাসপাতালে ভর্তি না হয়ে তিনি নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে ঘুম থেকে না ওঠায় পরিবারের লোকজন জয়ের কক্ষে গিয়ে তাকে অচেতন অবস্থায় পান। পরবর্তীতে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর মৃত্যুতে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করেছেন।