1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আমতলীতে খাদ্য বান্ধব কর্মসুচীর চাল বিতরনে অনিয়ম ও ওজনে কম দেয়ার অভিযোগ - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
পিবিপ্রবির প্রথম আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন মনোবিজ্ঞান বিভাগ বরিশালে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে চালকের মৃত্যু বরিশালে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার ভান্ডারিয়ায় প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা লালমোহনে বিএনপির বিজয়ের লক্ষ্যে মহিলা দলের উঠান বৈঠক বরিশালে ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগে এ্যাডঃ আবুল কালাম শাহীন বাবুগঞ্জে ছাত্রদল নেতা হত্যাকাণ্ড: ২১ জনের নামে মামলা! চরফ্যাশনে ৬ ফার্মেসিকে ৩৯ হাজার টাকা জরিমানা উজিরপুরে আগামী ২৬ নভেম্বর “প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫”এ পুরুষ্কারের ঘোষনা   উজিরপুরে মেজর এম.এ জলিল এর ৩৬তম মৃত্যুবার্ষিকী পালিত,সম্মাননা স্বীকৃতির দাবি 

আমতলীতে খাদ্য বান্ধব কর্মসুচীর চাল বিতরনে অনিয়ম ও ওজনে কম দেয়ার অভিযোগ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : খাদ্য বান্ধব কর্মসুচীর চাল বিতরনে অনিয়ম ও ওজনে কম দেয়ার অভিযোগ পাওয়া গেছে। উপকারভোগীরা অভিযোগ করেন ডিলার লিটন হাওলাদার ৩০ কেজি চালের টাকা রেখে ২৫-২৭ কেজি চাল দিয়েছেন। যারা এ অনিয়মের প্রতিবাদ করেছেন তাদের চাল দেয়া হয়নি। উল্টো তাদের সাথে অসৌজন্যমুলখ আচরণ করেছেন।

 

 

 

ঘটনা ঘটেছে বৃহস্পতিবার দুপুরে আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের অফিস বাজার এলাকায়। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী উপকারভোগীরা।

 

 

জানাগেছে, আমতলী উপজেলার খাদ্য বান্ধব কর্মসুচীর আওতায় ১৩ হাজার ১,শ ৫৮ পরিবারকে কম মুল্যে চাল দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন সরকার। প্রতি পরিবার ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল কিনতে পারবেন। বৃহস্পতিবার ডিলার লিটন হাওলাদার হলদিয়া ইউনিয়নের অফিস বাজার এলাকার নভেম্বর মাসের চাল বিতরন করেন। তিনি ৩০ কেজি চালের টাকা রেখে ২৫-২৭ কেজি চাল দিয়েছেন এমন অভিযোগ উপকারভোগীদের। এছাড়া তার বিরুদ্ধে উপকারভোগীদের চাল না দেয়ার অভিযোগ রয়েছে। উপকারভোগীদের অভিযোগ, কার্ডধারীদের চাল না দিয়ে তিনি তাদের ফিরিয়ে দিয়েছেন। এ সময় ডিলার লিটন উপকারভোগীদের সঙ্গে বাক-বিতন্ডে জড়িয়ে পরেছেন। শতাধিক লোক চাল না নিয়ে ফিরে গেছেন।

 

 

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, ৩০ কেজি চালের টাকা নিয়ে ২৫-২৭ কেজি চাল দিয়েছেন। আমরা চাল কম দেয়ার প্রতিবাদ করায় আমাদের সাথে খারাপ আচরণ করেছেন।

 

 

কাঠালিয়া গ্রামের উপকারভোগী শানু তালুকদার বলেন, ডিলার লিটন হাওলাদার ৩০ কেজি চালের দাম ৪৫০ টাকা রেখে ২৬ কেজি দিয়েছেন। তিনি আরো বলেন, আমি এর প্রতিবাদ করলে আমাকে হুমকি দিয়েছেন।

 

 

প্রত্যক্ষদর্শী মোতালেব গাজী বলেন, সাংবাদিককের সাথে চাল ওজনে কম দেয়ার কথা বলায় আমাকে চাল দেয়নি। তিনি আরো বলেন, ডিলার লিটন আমাকে হুমকি দিয়েছেন।

 

 

বৃহস্পতিবার দুপুরে হলদিয়া ইউনিয়নের অফিস বাজার এলাকায় সরেজমিনে ঘুরে দেখাগেছে, ডিলার লিটন হাওলাদার গোপনে চাল মেপে ওজনে কম দিচ্ছে। চাল পরিমাপ করার স্থানে কাউকে প্রবেশ করতে দেননি তিনি। ওই স্থানে চাল বিতরনের তদারকি কর্মকর্তাকে খুঁজে পাওয়া যায়নি।

 

 

হলদিয়া ইউনিয়নের অফিস বাজার এলাকার ডিলার লিটন হাওলাদার চাল বিতরনে অনিয়ম ও ওজনে কম দেয়ার কথা অস্বীকার করে বলেন, আমি সঠিকমতই চাল বিতরন করেছি। আপনার বিরুদ্ধে এতো অভিযোগ কেন? এমন প্রশ্নের জবাব দিতে পারেননি তিনি।

 

 

হলদিয়া ইউনিয়নের তদারকি কর্মকর্তা প্রধান শিক্ষক মোঃ সায়েদ গাজী বলেন, আমি বরিশালে থাকায় আমার প্রতিনিধি গিয়ে দেখাশুনা করেছেন। তিনি যতক্ষণ ছিলেন তৎক্ষণ কোন অনিয়ম হয়নি। সে আসার পরে কি হয়েছে তা আমি জানিনা?

 

 

আমতলী উপজেলা খাদ্য কর্মকর্তা শারমিন জাহান বলেন, ওজনে কম দেয়ার কথা শুনেছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

 

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খাঁন বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network