
মোঃ সাদ্দাম হোসেন //বরিশাল, ১৯ নভেম্বর ২০২৫: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত ‘৩১ দফা’ রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বরিশাল নগরীতে লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করেছে বরিশাল দক্ষিণ জেলা বিএনপি।
বুধবার সকাল থেকে গোড়াচাঁদ দাস রোড, বটতলা, বটতলা বাজার, নবগ্রাম রোড, হাতেম আলী কলেজ ও চৌমাথা বাজার সংলগ্ন এলাকায় এ কর্মসূচি পরিচালনা করেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট আবুল কালাম শাহীন।
কর্মসূচিতে জেলা ও মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা ৩১ দফা বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরে জনগণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
নেতৃবৃন্দ জানান, দেশের গণতান্ত্রিক অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ৩১ দফা রূপরেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শান্তিপূর্ণ উপায়ে গণমানুষকে সাথে নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।
এদিকে লিফলেট বিতরণ কর্মসূচি এলাকাবাসীর মাঝে ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে বলে জানা গেছে।